ACTIVITY RECORD
EDUCATION |
HEALTH |
SOCIAL WELFARE |
NURTURE – RIDE |
SELF |
HOPE |
SHIKSHA |
GOPALA |
BOOK BANK – UPAYAN |
DEVI |
SATHI KARMI |
CLOTH BANK |
SAVE |
NURTURE NUTRITION SOLUTION |
WATER AND SANITATION |
Nurture Academy Welfare Trust BOOK PUBLICATION |
|
NUTRURE GREEN |
SIYA |
|
MOOD ON FOOD ON |
NILKANTHA INSTITUTE OF CULTURE SPORTS & EDUCATION |
|
|
JOURNAL - IJMRI |
|
|
কর্মসূচি তথ্য সংগ্রহ স্থান: https://forms.gle/YFzEAc8JVMxKWj7V9
NAWT EXPRESS MAGAZINE
NEW YEAR সংখ্যা 2025
তথ্য সংগ্রহ স্থান: https://forms.gle/aPYY2y72wy1BUhSX7
সুস্থতা ও স্বাস্থ্য, জীবন ও জীবিকা, বিজ্ঞান- অবিজ্ঞান, সাহিত্য ও সংস্কৃতি
বিভাগ-ক
· কবিতা -২০লাইনের মধ্যে
· প্রবন্ধ-৬০০শব্দের মধ্যে
· ছোট গল্প-৬০০শব্দের মধ্যে
· ভ্রমন কাহিনী -৬০০শব্দের মধ্যে
· রম্যরচনা -৩০০শব্দের মধ্যে
বিভাগ- খ
১) Science, Social Science, Health, Mental Health এসবের উপর ও লেখা নেওয়া হচ্ছে।
শর্তাবলী
১) প্রতিটি লেখা অপ্রকাশিত হওয়া চাই।
২) অশ্লীল শব্দ, রাজনীতি ধর্মী, জাতপাত ধর্মী লেখা গ্ৰহন যোগ্য নয়।
৩) সকল কবি সাহিত্যিকদের বানানের প্রতি যত্নশীল হতে হবে। নির্ভুল বানান হোয়াটসঅ্যাপে টাইপ করে লেখা পাঠাতে হবে।
৪) আমরা সৌজন্যে সংখ্যা দিতে অপরাগ। কিন্তু পত্রিকার ধার্য মূল্য থেকে নির্বাচিত সকল লেখক লেখিকাদের 50 পার্সেন্ট ডিসকাউন্টে পত্রিকা প্রদান করা হবে।
৫)পত্রিকাটি ISBN এর নাম্বার সহ প্রকাশিত হতে চলেছে।
6) পত্রিকাটি Kolkata BOOK Fair এ প্রকাশিত হবে
লেখা পাঠানোর শেষ তারিখ- ১৫/১2/২০২4
যোগাযোগ করুন: 7477769021/8900173418
তথ্য সংগ্রহ স্থান: https://forms.gle/aPYY2y72wy1BUhSX7
তাপপ্রবাহ প্রতিরোধে আমরা NURTURE GREEN
140 কোটি ভারতবাসীর জন্য 500 কোটি নতুন গাছের প্রয়োজন। এখন তাপমাত্রা 40 ডিগ্রি সেন্টিগ্রেড, এরপর 45 ডিগ্রি থেকে 50 ডিগ্রি থেকে 55 ডিগ্রি 60 ডিগ্রি হতে সময় লাগবে না। 55 ডিগ্রির বেশী হলে আমাদের স্বাভাবিক জীবন বিঘ্নিত হবে।
আমাদের সকলের বৃক্ষ রোপনে উৎসাহিত ও সচেতনতা গড়ে তুলতে এগিয়ে আসতে হবে।
NAWT এর প্রকল্প Nurture Green এর সাথে যুক্ত হন:
1. প্রত্যেকে বছরে 7 টি নতুন বৃক্ষ রোপন ও গাছের দায়িত্ব নিন।
2. বৃক্ষ রোপন ও বৃক্ষ বাঁচান সচেতনতা শিবির করুন
3. সর্বোচ্চ বৃক্ষ রোপন ও বৃক্ষ বাঁচান সচেতনতাকারীকে NAWT এর আজীবন সদস্য ও NURTURE GREEN AWARD প্রদান করা হবে National Green Week February 7, 2025
বৃক্ষ রোপন ও বৃক্ষ বাঁচান কর্মসূচি তথ্য সংগ্রহ স্থান: